ডোমেইন (Domain) কি? ডোমেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

ডোমেইন (Domain) নেম কি?

ডোমেইন হলো একটি ওয়েবসাইটের নাম। আমরা কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য ব্রাইজে একটি নাম দিয়ে সার্চ করে থাকি। সেটিয় হলো ডোমেইন। ডোমেইন কে ওয়েবসাইটের ঠিকানাও বলা যেতে পারে। প্রত্যেকটি ওয়েবসাইটের একটি আইপি এড্রেস থাকে। সেই আইপি এড্রেস দিয়ে আমরা ওয়েবসাইট ভিজিট করতে পারি। কিন্তু আমাদের স্বাধারণত নাম্বরের চেয়ে নাম সহজে মনে থাকে, আইপি এড্রেস অনেক গুলো নাম্বারের দিয়ে তৈরি। তাই আমাদের আইপি সহজে মনে থাকবেনা। সেজন্য ডোমেইন নেম সিস্টেম টি আসে। ইউজার যাতে সহজে নামের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করতে পারে।

ডোমেইনের গঠনঃ

ডোমেইনে সাধারণত দুটি অংশ থাকে। এই দুটি অংশের মধ্যে একটি হলো নাম। আরেকটি হলো এক্সটেনশন। যেমন esikhon.com এখানে eshikhon হলো আমাদের ওয়েবসাইটের নাম। আর .com  হলো এক্সটেনশন। এই দুই অংশ মিলেই একটি ডোমেইন তৈরি হয়। ডোমেইনের প্রথম অংশ যা একটি নাম, এটি কোম্পানি বা ব্যাক্তি বিশেষ নিজেদের রিকুয়ারমেন্ট অনুযায়ী হয়। আর এক্সটেনশন বিভিন্ন ধরনের এক্সটেনশন রয়েছ। কিছু টপ লেভেল এক্সটেনশন যেমন .com .net সহ আরো অনেক এক্সটেনশন রয়েছে। তাছাড়া আরো অনেক এক্সটেননশন রয়েছে যা ওয়েবসাইট অনুযায়ি ভিন্ন হতে পারে।

কিভাবে একটি ডোমেইন পেতে পারেন ঃ

ডোমেইন নেম পেতে হলে আপনাকে যেকোনো ডোমেইন প্রভাইডার কোম্পানি থেকে ডোমেইন নিবন্ধন করতে পারবেন। আপনি চাইলে আমাদের avro.host ওয়েবসাইট থেকে ও ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন। প্রতিটি ডোমেইন নেম ইউনিক হয়। আপনি যে নামে রেজিষ্ট্রেশন করবেন সেই নামে আর কেউ ডোমেইন রেজিষ্ট্রেশন করতে পারবেনা। তেমনি অন্য কেউ রেজিষ্ট্রেশন করলেও আপনি চাইলে সেই নামে ডোমেইন রেজিষ্ট্রেশন করতে পারবেন না। ডোমেইন রেজিষ্ট্রেশন করার পর আপনাকে শুধু ডোমেইন নেম টি হোস্টিং এর সাথে কানেক্ট করে দিতে হয়। 

 

  • Domain, what is domain, ডোমেইন, ডোমেইন কি
  • 1 Корисниците го најдоа ова како корисно
Дали Ви помогна овој одговор?

Powered by WHMCompleteSolution