ওয়েব হোস্টিং হল এমন একটি সার্ভিস যা আপনার ওয়েবসাইট ইন্টারনেটে পাবলিশ করার জন্য নির্দিষ্ট যায়গা দেয়, যেখানে আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের প্রয়োজনীয় ফাইল এবং ফোল্ডার গুলো রাখতে পারবেন। এই পরিষেবার মাধ্যমে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ফাইল (যেমন HTML, CSS, JavaScript, ইমেজ ইত্যাদি) একটি সার্ভারে সংরক্ষিত থাকে যা ইন্টারনেটের মাধ্যমে আপনার ওয়েবসাইট হিসেবে সবাই আপনার ওয়েবসাইটের নাম বা আইপি এড্রেস ব্রাউজারের মাধ্যমে ভিজিট করে দেখতে পারবে।
ওয়েব হোস্টিং সাধারণত যা যা থাকে:
1. স্টোরেজ (Storage): আপনার ওয়েবসাইটের ফাইল অনলাইনে রাখার জন্য সার্ভারে একটি নির্দিষ্ট স্পেস দেওয়া হয়।
2. ডোমেইন (Domain): আপনার ওয়েবসাইটের ডোমেইন নাম (যেমন www.example.com) এর সাথে হোস্টিং এর সাথে যুক্ত করা। ডোমেইন সম্পর্কে বিস্তারিত দেখুন...
3. সার্ভার পরিচালনা (Server Management): সার্ভারের অবস্থা এবং সিকিউরিটি নিশ্চিতের জন্য প্রযুক্তিগত সহায়তা।
4. ব্যাকআপ এবং রিকভারি (BackUp Recovary): কোনো কারণবসত আপনার ওয়েরসাইটের ফাইল যেন হারিয়ে না যায় সেজন্য জন্য নিয়মিত ব্যাকআপ।
ওয়েব হোস্টিং-এর বিভিন্ন প্রকার:
- শেয়ারড হোস্টিং (Shared Hosting): একাধিক ওয়েবসাইট একটি সার্ভার ব্যবহার করে যে হোস্টিং সার্ভিস প্রভাইড করা হয় তাহলো শেয়ারড হোস্টিং, আমারা স্বাধারণত যে হোস্টিং গুলো ব্যবহার করে থাকি তা শেয়ার হোস্টিং। শেয়ারড হোস্টিং কম খরচে প্রভাইড করা যায় এবং প্যানেলের মাধ্যমে সহজে ম্যানেজ করা যায়। তাই শেয়ারড হোস্টিং অনেক জনপ্রিয়। আপনি যদি শেয়ারড হোস্টিং নিয়ে আপনার ওয়েবসাইট পাবলিশ করতে চান তাহলে Avro Host এর ওয়েবসাইটে গিয়ে হোস্টিং কনতে পারেন।
- ভিপিএস (ভার্চুয়াল প্রাইভেট সার্ভার) হোস্টিং (VPS): একটি ফিজিক্যাল সার্ভারকে ভার্চুয়ালাইজ টেকনোলজি ব্যবহার করে সম্পূর্ণ স্বাধীন আলাদা নতুন সার্ভার তৈরি করা হয়, এই ধরণের সার্ভারকে বলার হয় ভিপিএস সার্ভার। ভিপিএস সার্ভার শেয়ারড হোস্টিং থেকে একটু দাম বেশি হয়। তবে ভিপিএসে রিসোর্চ এক উজারের সাথে অন্য ইউজারের মধ্যে শেয়ার হয় না। তাই ভিপিএসের পার্ফোমেন্ট এবং সিকিউরিটির দিক থেকে শেয়ারড হোস্টিং থেকে ভালো।
- ডেডিকেটেড হোস্টিং (Dedicated Hosting): পুরো একটি সার্ভার শুধুমাত্র একজন বা একটি কোম্পানির ওয়েবসাইটের জন্য যদি নির্ধারিত থাকে, তাহলে সেটি ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভারে স্বাধারণত ক্লায়েন্ট কে একটি সার্ভারের পরিপূর্ণ রিসোর্চ স্টোরেজ থেকে শুরু করে সব কিছুই একজন ক্লায়েন্ট কে দেওয়া হয়। তাই ডেডিকেটেড সার্ভারের দাম অন্যান্য হোস্টিং বা সার্ভারের তুলনায় বেশি হয়ে থাকে। তবে দামে বেশি হলেও সম্পূর্ণ সার্ভার যেহেতু একজন ক্লায়েন্ট পাচ্ছেন তাই সিকিউরিটি এবং পারপোমেন্স দিক থেকে সম্পূর্ণ ব্যবহার করতে পারে। তাই বড় বড় কোম্পানি গুলো ডেডিকেটেড সার্ভার ইউজ করে থাকে।
- ক্লাউড হোস্টিং (cloud Hosting): একাধিক সার্ভার ব্যবহার করে ওয়েবসাইটের ফাইল হোস্ট করে এবং স্কেলেবল প্রযুক্তি প্রদান করে এবং আরো ভিবিন্ন সুযোগ সুবিধা নিয়ে ক্লাউড হোস্টিং প্রভাইড করে।
- ম্যানেজড হোস্টিং (Managed Hosting): যে সার্ভার পরিচালনার সমস্ত দায়িত্ব হোস্টিং কোম্পানির হাতে থাকে, আপনি শুধু আপনার ফাইল এবং যাবতীয় প্রয়োজনীয় তথ্যাবলি প্রদান করেন সেটিই হলো ম্যানেজড হোস্টিং। যারা নন টেকলিক্যাল পার্সোন আছেন, নিজে নিজে সার্ভার ম্যানেজমেন্ট করতে পারেন না, সেসব ক্লায়েন্ট এর জন্য ম্যানেজড সার্ভার।
আপনার কোম্পানি ও ওয়েবসাইটের প্রয়োজন অনুযায়ী সঠিক ওয়েব হোস্টিং নির্বাচন করে আপনার ওয়েবসাইট জন্য অনেক গুরুত্বপূর্ণ।